বর্তমান বিশ্বে আইটি প্রতিষ্ঠানগুলো ক্রমাগত ভাবে তাদের সার্ভার, ইনফ্রাস্ট্রাকচার, ডাটা, সফটওয়্যার সবকিছু ক্লাউডে নিয়ে যাচ্ছে তার বিভিন্ন কারনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের পিছনে খরচ কমানো, ডাটা যাতে যেকোনো জায়গা থেকে পাওয়া যায়, নিরাপত্তা বাড়ানো এবং রক্ষণাবেক্ষণের ঝামেলা থেকে মুক্তি। উল্লেখিত সুবিধা গুলো এখন Microsoft Azure দিয়ে থাকে। বর্তমানে ৭১৫ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফরচুন ৫০০ কোম্পানি গুলোর ৮৫% কোম্পানিই Microsoft Azure ব্যবহার করছে। এই সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
সুতরাং স্বাভাবিকভাবে Microsoft Azure এর ক্লাউড প্লাটফর্ম জানা লোকবলের যথেষ্ট প্রয়োজন রয়েছে। আমাদের Microsoft Azure Administrator কোর্সে Azure Implementation, Azure Networking, Database Storage, Security, Managing, Monitoring ইত্যাদি বিষয়ে হাতে কলমে শেখানো হবে যাতে শিক্ষার্থীরা সহজেই তাদের প্রতিষ্ঠানের Microsoft Azure Administration এর যাবতীয় কাজগুলো করতে পারেন এবং Vendor Certification সফল ভাবে সম্পন্ন করতে পারেন।
Demand of Azure Administrator is increasing globally at around 15% per annum. 85% companies who are 500 fortune company in the world have started using Microsoft Azure already and subscription is increasing day by day. In this situation, the demand of Azure Administrator is also rising reasonably considering that they are the key people who can transform their companies’ infrastructure to cloud or who can maintain the existing setup in cloud. It is not only infrastructure but also the Networking, Storage, Monitoring, User Access & Connectivity, Software, Security etc will be covered in this course with industry experienced and certified trainer.
The course coverage is given below-
Course Coverage | Trainer's Profile | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|